বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের গ্রেফতার হাফিজ সাইদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৩ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

জামায়াত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদকে ফের গ্রেফতার করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সকালে লাহৌর থেকে গুজরানওয়ালার আদালতে হাজিরা দিতে যাচ্ছে, তখন লস্কর ই তৈইবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে গ্রেফতার করে পাঞ্জাব প্রদেশের পুলিশ।

হাফিজ-সহ জামাত-উদ-দাওয়ার ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত ও আর্থিক নয়ছয়ের ২৩টি অভিযোগ দায়ের করা হয়েছিল। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, জামাত-উদ-দাওয়া প্রধানকে ধরতে গত দুবছর ধরে অনেক চাপ দেয়া হয়েছে। জাতিসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সাইদকে সন্ত্রাসবাদে অর্থ জোগান দেয়ার জন্য ধরা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান। 

 

ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের একদিন আগেই এই পদক্ষেপ নিল পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প ট্যুইটে লেখেন, দশ বছর ধরে তল্লাশি চলার পর, মুম্বাইয়ে জঙ্গি হামলার তথাকথিত মূলহুতাকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। তাকে খুঁজতে গত দুবছরে অনেক চাপ দেয়া হয়েছে।

লাহোরের চৌবুর্জিতে জামাত উদ দাওয়ার (জেইউডি) প্রধান কার্যালয়। জেইউডি নামের এই সংগঠনটির নেতা সাইদ হাফিজ। ভারত তাকে ২০০৮ সালের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করে।

হাফিজের হাতে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন ফলাতে-ই-ইনসানিয়তের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা লস্কর-ই-তইওবার মতো জঙ্গি সংগঠনের কাজে লাগানো হত বলে অভিযোগ।

গুজরানওয়ালার সন্ত্রাস-বিরোধী আদালত ৭ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়ার পরে হাফিজকে কোট লাখপত জেলে রাখা হয়েছে।  

 

বালাকোট কাণ্ডের পরে গত কালই যাত্রিবাহী বিমানের জন্য আকাশসীমা খুলে দেয় পাকিস্তান। তার পরে হাফিজের গ্রেফতারি। বিষয়টি নিয়ে দু’টি তত্ত্ব রয়েছে কূটনৈতিক শিবিরে। 

প্রথমত, হোয়াইট হাউসের নিরন্তর চাপ। দ্বিতীয়ত, লোকসভা ভোটের পরে পাক বিরোধিতার আবহ লঘু হয়ে আসছে। ইমরান ফোন করেছেন মোদিকে। করতারপুর করিডরের মতো আস্থাবর্ধক পদক্ষেপও হয়েছে।