বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোমাংস নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য ভাইরাল (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

গোমাংস নিয়ে রাজনীতি করা রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বক্তব্যে বলেন, তুমি রোজ বেগুন কাটছো, তাতে অন্যায় হচ্ছে না। তুমি রোজ লাউ কাটছো, খাচ্ছো আরাম করে- কোনো অন্যায় হচ্ছে না। তুমি রোজ মুরগি কেটে খাচ্ছো- কোন অন্যায় হচ্ছে না। হাঁস কেটে খাচ্ছো- অন্যায় হচ্ছে না। ছাগল কেটে খাচ্ছো- অন্যায় হচ্ছে না।

দলিতরা খাই ভাই- গোমাংস খায় ওরা। মানে গাই নয়। শিডিউল কাস্টের ভাই বোনেরা খায়, খ্রিস্টানরা খায়, অনেক হিন্দুরাও খায়। আমরা বলি, ‘আপ রুচি খাওয়া, পর রুচি পরা’। তুমি কে এই সব ঠিক করে দেবে? মাছ কাটলে রক্ত বেরোয়, আমরা লাউ কাটি। উদ্ভিদের প্রাণ আছে, কথাটা কি আচার্য জগদ্বীশ চন্দ্র বসু বলে যাননি?

মমতা বলেন, আমি এই রাজনীতি করতে রাজী নই। আমরা বড় হয়েছি একই বৃন্তে দুটি কুসুম। নজরুলের কবিতা পড়তে পড়তে। তফসিলিরা খায়, আদিবাসীরা খায়। এটা ওদের সস্তার খাদ্য। কে কী খাবে আমার কী দরকার?

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন