বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট উরসুলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লেন। আর এর মধ্য দিয়ে সংস্থাটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার কীর্তি গড়লেন তিনি।

মঙ্গলবার ইইউ সদরদফতরে সদস্যদের গোপন ব্যালটে অল্প ভোটের ব্যবধানে উরসুলা প্রেসিডেন্ট পদে বিজয়ী হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। 

কমিশনের সদস্যদের ৭৪৭ ভোটের মধ্যে উরসুলা পান ৩৮৩ ভোট। ফলে অর্ধেকেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। চার সদস্য এদিন অনুপস্থিত ছিলেন। 

 

চলতি বছরের ১ নভেম্বর কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন উরসুলা।