ভুলে যুক্তরাষ্ট্রের পরমানু অস্ত্রের অবস্থান ফাঁস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪১ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
এক রিপোর্টে ভুলক্রমে ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের পরমানু অস্ত্রের অবস্থান প্রকাশ পেয়েছে। কানাডিয়ান এক সিনেটর কর্তৃক ন্যাটোর সংসদীয় প্রতিরক্ষা ও সুরক্ষা কমিটির জন্য প্রস্তুতকৃত সংস্থাটির ভবিষ্যত পরমানু পরিকল্পনা নিয়ে এই রিপোর্টটি করা হয়। পরবর্তীতে অবশ্য রিপোর্টটি সরিয়ে ফেলা হয় এবং পরমানু অস্ত্রের অবস্থানের অংশটি মুছে আবার প্রকাশ করা হয়েছে।
ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী ইউরোপে তথা বেলজিয়াম , জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস এবং তুরষ্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের ছয়টি সামরিক ঘাটিতে পরমানু অস্ত্রের মজুদ রয়েছে।
এপ্রিলে প্রকাশিত মূল প্রতিবেদনটি প্রাথমিকভাবে তেমন সাড়া ফেলেনি, তবে গত সপ্তাহে রিপের্টটির একটি পুর্ণাঙ্গ কপি প্রকাশিত হয় যেখানে সুনির্দিষ্টভাবে অস্ত্র কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে তথ্য প্রদান করা হয়।
মঙ্গলবার একটি বেলজিয়ান পত্রিকা যুক্তরাষ্ট্রের প্রায় ১৫০ পারমানবিক বোমার অবস্থান সম্বলিত ওই রিপোর্টের একটি কপি প্রকাশিত করে। এ নিয়ে ন্যাটো এখনো পর্যন্ত এ নিয়ে কোনো অফিসিয়াল মন্তব্য করেনি।