জঙ্গি-চরমপন্থীদের আবির্ভাব যেন না হয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গি ও চরমপন্থীদের আবির্ভাব যেন না হয় সেদিকে জেলা প্রশাসকদের (ডিসি) খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করছি, সেদিকে তারাও (ডিসি) খেয়াল রাখবেন। যাতে কোন ধরনের সন্ত্রাস, জঙ্গি, চরমপন্থীদের আবির্ভাব না হয়।
মাদকবিরোধী অভিযান নিয়ে তিনি বলেন, ডিসিদের বলেছি, মাদক নিয়ে অভিযান চালানো হচ্ছে, তা চলবেই। সবাইকে নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করবেন। সেজন্য তাদের সব পেশাজীবীদের নিয়ে এ সংগ্রামে সম্পৃক্ত করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা কি অসুবিধা ভোগ করছে এবং আরো কি করলে তারা অধিক স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা কিছু বিষয় বলেছেন সবগুলো মনে হয়েছে যুক্তিসঙ্গত, এগুলো এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছি, বাকিগুলোও উদ্যোগ নেয়া হবে।