জেনে নিন, কাপড়ে তিলা পড়লে কী করবেন?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
কাজে বেরিয়ে হঠাৎ ঝুম বৃষ্টিতে পড়লেন হয়তো! গেল ভিজে পোশাকটা। কিছু করার জো নেই। তবে বাড়ি ফিরে সেই কাপড় ধুয়েই নিতে হবে, নইলে কাপড়টা ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম তন্তুর কাপড় ভিজলেও শুকিয়ে যায় সহজেই। তাই বর্ষার মৌসুমে এ ধরনের পোশাক বেছে নেয়াই ভালো। অন্যদিকে, এসময় ভেজা কাপড়ে তিলা পড়ার সম্ভাবনা থাকে।
কাপড়ে তিলা পড়লে করণীয়
কাপড়ে তিলা পড়লে সেটা ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর শুকিয়ে নিন ভালোভাবে। যে কাপড় চাইলেই ধোয়া যাবে না, সেগুলো হালকা ব্রাশ (সফট কোট ব্রাশ) করে দেখুন তিলার দাগ ওঠে কি না। এরপর রোদে দিয়ে নিন।
অবশ্য বেশ পুরোনো হলে ড্রাই ওয়াশ করতে হবে, অর্থাৎ পেশাগতভাবে দক্ষ কারো শরণাপন্ন হতে হবে, যারা রাসায়নিকের সাহায্যে এই দাগ দূর করার চেষ্টা করতে পারেন। তবে কিছু তিলা হাজার চেষ্টায়ও দূর করা যায় না। সাধারণত দীর্ঘদিনের পুরোনো তিলার ক্ষেত্রে এরকম হয়। তাই তিলা প্রতিরোধ করাই কাপড় ভালো রাখার সবচেয়ে ভালো উপায়।