ফেসঅ্যাপের সার্ভার ‘ডাউন’!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই জানতে চাচ্ছেন, ৫০, ৬০ বা ৮০ বছর পর তাকে কেমন লাগবে! আবার অনেকে সে ছবি শেয়ার করছেন ফেসবুক, ইন্সটাগ্রামে। এটি মূলত ফেসঅ্যাপ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপের কারসাজি। ওই অ্যাপের মাধ্যমে নিজের ছবিকে পরিবর্তন করে বুড়ো ছবি বানিয়ে তা ফেসবুকে পোস্ট করাকে ‘ফেস অ্যাপ চ্যালেঞ্জ’ বলা হচ্ছে।
এই চ্যালেঞ্জ এত বেশি জনপ্রিয় হয়েছে যে, ছবি এডিট করতে গেলে ‘এরর মেসেজ’ দেখাচ্ছে। সেই মেসেজে জানানো হয়েছে, ‘কিছু একটা সমস্যা হচ্ছে। একটু পরে চেষ্টা করুন।’ তবে সার্ভার ডাউন নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফেসঅ্যাপ-এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে মানুষের মুখের ছবিতে বিভিন্ন ফিন্টার ব্যবহার করা যায়। এই ফিন্টার ব্যবহার করে বিভিন্ন ছবিতে মানুষের বয় কম অথবা বেশি করা সম্ভব। এছাড়াও ছবিতে চুল ও দাঁড়ির কায়দা সহজেই বদলানো সম্ভব।