ইতালিতে ৩.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ইতালিতে তিন বছরে ৩.১ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। বর্তমানে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে প্রতিষ্ঠানটি বেশ চাপের মধ্যে রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র অবশ্য আরোপকৃত অবরোধ দ্রুত তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে ইউরোপের বাজারে নিজেদের সম্প্রসারিত করতেও আগ্রহ দেখিয়েছে হুয়াওয়ে।
হুয়াওয়ের ইতালি শাখার প্রধান নির্বাহী থমাস মিয়াও জানান, শিগগিরই ইতালিতে বিনিয়োগ শুরু করবে হুয়াওয়ে। এই কারণে দেশটিতে ১০০০ চাকরি সৃষ্টি হবে। সূত্র: নিক্কি এশিয়ান রিভিউ