প্রিয়াঙ্কার জন্মদিন আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
যখন থেকে তিনি তারকা, তখন থেকে প্রতিটি বছরই তার। যে বছর থেকে তিনি বলিউডে কাজ শুরু করেছেন, সে বছর থেকেই তিনি তারকা। ক্রমেই তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। তিনি বলিউডের তারকা থেকে হয়ে উঠেছেন আন্তর্জাতিক স্টার।
আজ বলিউডের সেই আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন।
১৯৮২ সালের ১৮ জুলাই সাবেক বিহার (বর্তমান ঝাঢ়খণ্ড) এর জামশেদপুরে জন্ম নেন এই বলিউড ডিভা। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রী বর্তমানে ভারতের অন্যতম ‘হাইয়েস্ট-পেইড’ ও ‘মোস্ট পপুলার’ সেলিব্রিটি। অভিনয়ের জন্য তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এ ছাড়াও তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।
ফোর্বস এবং টাইম সাময়িকী তাকে শীর্ষ ১০০ ক্ষমতাধর ও প্রভারশালী নারীর তালিকায় স্থান দিয়েছে।
২০০৩ সালে ‘দ্য হিরো; লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন এই তারকা অভিনেত্রী। তবে ওই বছরেরই ‘আন্দাজ’ ছিল তার ব্যবসাসফল ছবি, যা অভিনেত্রীকে বলিউডে ব্যাপক পরিচিতি এনে দেয়।
২০১৫ সালে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে মার্কিন ড্রামা সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।
দীর্ঘদিন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেন মাল্টি ট্যালেন্ট।
২০১৮ সালের ১ ডিসেম্বর আড়ম্বরপূর্ণ আয়োজনে বিদেশি পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সেই হিসেবে মার্কিন সঙ্গীত তারকা নিক জোনাসের সঙ্গে এখন সংসার করছেন তিনি।