লুঙ্গি পরে নামাজ আদায় করা জায়েজ কি না
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৩ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় লুঙ্গি পরে নামাজ আদায় করা জায়েজ কিনা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
তিনি বলেন, লুঙ্গি পরে নামাজ পড়া জায়েজ রয়েছে। লুঙ্গি একটি পোশাক, এর মাধ্যমে যদি আপনার সতর ঢাকা হয়ে থাকে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং লুঙ্গি পরে সালাত আদায় করা জায়েজ।
শাইবান ইবনু ফাররূখ (রহ.) আবু বুরদাহ (রাযি.) হতে বর্ণিত তিনি বলেন, আমি আয়েশা (রাযি.) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়েমেনের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাববাদাহ্ নামক একটি চাদর বের করলেন।
তিনি বলেন, অতঃপর তিনি (আয়েশা) আল্লাহর কসম করে বলেন, রাসূলুল্লাহ (সা.) এ দুটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন।
সহীহ মুসলিম হাদিস নম্বর: ৫৩৩৫