বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ আটক করলো ইরান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৩ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

পারস্য উপসাগরে একটি তেলবাহী বিদেশি জাহাজ আটক করেছে ইরানের ন্যাশনাল রেভ্যুলিউশনারী গার্ড বাহিনী। 

বৃহস্পতিবার দক্ষিণ লারাক দ্বীপের কাছে তেল চোরাচালানের কাজে জড়িত সন্দেহে পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজটি আটক করা হয় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুৎনিক জানিয়েছে।

আটককৃত জাহাজটিতে ১২ জন ক্রু রয়েছেন। জাহাজটি কোন দেশের বা কী নাম তা বিস্তারিত জানানো হয়নি। তবে সেটি ১০ লাখ লিটার তেল বহন করছিলো বলে জানানো হয়েছে।

 

চলতি মাসে সিরিয়াতে তেল হস্তান্তর করতে যাওয়া ইরানের একটি তেলের জাহাজকে ব্রিটিশ নৌবাহিনী জাবাল আল-তারিক প্রণালীর কাছে আটক করে। এ ঘটনায় ইরান পারস্য উপসাগরে বিট্রিশ জাহাজ আটক করে প্রতিশোধের হুমকি দিয়েছিল। 

এর প্রেক্ষিতে লন্ডন জানায়, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়া তেল হস্তান্তর করায় তেল ট্যাংকার আটক করা হয়েছে। তবে ইরান ব্রিটিশদের হাতে আটক তাদের ওই জাহাজটির মুক্তির দাবি জানিয়েছে।