মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১   ২২ জমাদিউস সানি ১৪৪৬

হুমায়ূন আহমেদের চলচ্চিত্র (লিঙ্কসহ)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

হুমায়ূন আহমেদ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক। দেশের বিনোদন জগতেও তিনি ছিলেন অনবদ্য একজন। তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু চলচ্চিত্র। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নয় নম্বর বিপদসংকেত প্রভৃতি। এছাড়া তার চিত্রনাট্য ও গল্পে তৈরি হয়েছে অসংখ্য সিনেমা। আজ এই কিংবদন্তির সপ্তম মৃত্যুবার্ষিকী। এই দিনে দেখে নিতে পারেন তার কয়েকটি চলচ্চিত্র-

আগুনের পরশমণি (১৯৯৪)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজক : হুমায়ূন আহমেদ
অভিনয়ে : বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর, শিলা আহমেদ প্রমুখ।
সুরকার : সত্য সাহা
দৈর্ঘ্য : ১২৩ মিনিট

শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজক : হুমায়ূন আহমেদ
অভিনয়ে : জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, গোলাম মোস্তফা, ডাঃ এজাজ প্রমুখ।
সুরকার : মকসুদ জামিল মিন্টু
দৈর্ঘ্য : ১৫১ মিনিট

দুই দুয়ারী (২০০০)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজক : হুমায়ূন আহমেদ
অভিনয়ে : রিয়াজ, শাওন, মাহফুজ আহমেদ, ডাঃ এজাজ প্রমুখ।
সুরকার : মকসুদ জামিল মিন্টু
দৈর্ঘ্য : ১৪০ মিনিট

চন্দ্রকথা (২০০৩)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজক : হুমায়ূন আহমেদ
অভিনয়ে : ফেরদৌস, শাওন, আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল প্রমুখ।
সুরকার : মকসুদ জামিল মিন্টু
দৈর্ঘ্য : ১৪০ মিনিট

শ্যামল ছায়া (২০০৪)
পরিচালনা ও চিত্রনাট্য : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : রিয়াজ, চ্যালেঞ্জার,হুমায়ুন ফরীদি, শাওন, তানিয়া আহমেদ, ডাঃ এজাজ, ফারুক প্রমুখ।
দৈর্ঘ্য : ১১০ মিনিট

দূরত্ব (২০০৬)
পরিচালনা : মোরশেদুল ইসলাম
কাহিনী : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
সুরকার : ইমন সাহা
দৈর্ঘ্য : ৯৫ মিনিট

নিরন্তর (২০০৬)
পরিচালনা ও চিত্রনাট্য : আবু সাইয়ীদ
কাহিনী : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : শাবনূর, ইলিয়াস কাঞ্চন, আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, লিটু আনাম, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
সুরকার : এস আই টুটুল
দৈর্ঘ্য : ৯৫ মিনিট

নয় নম্বর বিপদ সংকেত (২০০৬)
পরিচালনা ও চিত্রনাট্য : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, রহমত আলী, দিতি, তানিয়া আহমেদ প্রমুখ।
সুরকার : এস আই টুটুল
দৈর্ঘ্য : ১৭০ মিনিট

দারুচিনি দ্বীপ (২০০৭)
পরিচালনা : তৌকির আহমেদ
চিত্রনাট্য : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : রিয়াজ, জাকিয়া বারী মম, মোশাররফ করিম, ইমন, বিন্দু,আবদুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত প্রমুখ।
সুরকার : এস আই টুটুল
দৈর্ঘ্য : ১২৬ মিনিট

আমার আছে জল (২০০৮)
পরিচালনা ও চিত্রনাট্য : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : ফেরদৌস, মীম, জাহিদ হাসান, শাওন, পিযুস বন্দোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ডাক্তার এজাজ প্রমুখ।
সুরকার : হাবিব ওয়াহিদ ও এস আই টুটুল।
দৈর্ঘ্য : ১২৩ মিনিট

প্রিয়তমেষু (২০০৯)
পরিচালনা : মোরশেদুল ইসলাম
চিত্রনাট্য : বরকত উল্লাহ মারুফ
কাহিনী : হুমায়ূন আহমেদ
অভিনয়ে : আফসানা মিমি ও সোহানা সাবা, তৌকির আহমেদ, মুরাদ, গাজী রাকায়েত, হুমায়ুন ফরীদি প্রমুখ।
দৈর্ঘ্য : ১৩৭ মিনিট

ঘেটু পুত্র কমলা (২০১২)
পরিচালনা ও চিত্রনাট্য : হুমায়ূন আহমেদ
প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম
অভিনয়ে : তারিক আনাম খান, মুনমুন আহমেদ, মামুন, প্রাণ রায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, আগুন প্রমুখ।
দৈর্ঘ্য : ৯৫ মিনিট