জানেন কি, কারা ফ্যাটি লিভারে বেশি আক্রান্ত হয়?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
বর্তমানে প্রচলিত সমস্যার মধ্যে ফ্যাটি লিভার অন্যতম একটি নাম। ফ্যাটি লিভার এখন অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। তাই প্রত্যেকের সচেতন থাকতে হবে। কারণ ফ্যাটি লিভার থেকে সিরোসিস, এমনকি অনেক সময় লিভার ক্যানসারও হতে পারে। তাই জেনে নিন কারা ফ্যাটি লিভারে বেশি আক্রান্ত হয়-
১. যারা খেতে পারে না বা বদহজম হওয়ার সমস্যায় ভোগে।
২. যারা পেটের ডান দিকে মাঝে মাঝে একটু ব্যথা অনুভব করে।
৩. যাদের স্থূলতা এবং ডায়াবেটিস রয়েছে তারা এই রোগে আক্রান্ত হয় বেশি।
৪. যাদের লিপিড প্রোফাইল কোলেস্টেরলের পরিমাণটা অত্যন্ত বেশি।
৫. যাদের হরমোনের কিছু সমস্যা রয়েছে।
৬. কেউ যদি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে।
৭. প্যানক্রিয়াসে ও অ্যালকোহলে সমস্যা থাকলে।
এসব ক্ষেত্রে প্রথমে লিভারে পাঁচ ভাগ পর্যন্ত ফ্যাট বা চর্বি জমা হতে পারে। লিভারে যদি পাঁচ ভাগের বেশি ফ্যাট জমা হয়ে থাকে, তখন একে ফ্যাটি লিভার বলা হয়। একজন রোগীর সাধারণত আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ফ্যাটি লিভার নির্ণয় করা হয়ে থাকে। সেক্ষেত্রে কখনো গ্রেড ওয়ান আসে, কখনো গ্রেড টু আসে। তখন চিকিৎসকের পরামর্শে রোগীকে দ্রুত একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।