মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিতা-মাতার একমাত্র সন্তানের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? মনে রাখুন কি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

অনেকেই পিতা-মাতার একমাত্র সন্তানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়তেই বেশি আগ্রহী হয়ে থাকেন। তবে একমাত্র সন্তানের অনেক বৈশিষ্ট্য ভালবাসার সম্পর্কের জন্য ভালো এবং মন্দ দুটোই হতে পারে। ছোট-বড় ভাইবোনদের মধ্যে বড় হওয়া সন্তান এবং শুধুমাত্র পরিবারের একজন সন্তানের মানসিকতা, আচার আচরণ সবকিছুর পার্থক্য থাকবে। যারা অনেক ভাইবোনের মধ্যে মানুষ হয়েছেন তারা কখনোই এই বিষয়গুলো বুঝতে পারবেন না।  তাই এই ধরনের সম্পর্কে জড়ানোর পূর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মনে রাখা জরুরি। চলুন জেনে নেয়া যাক সেই বিষয়গুলো-

১. পিতা-মাতার একমাত্র সন্তানের প্রতি তাদের ভালোবাসা অনেক বেশিই থাকে, যা কয়েকটি ভাইবোন থাকলে হয় না। কারণ তখন সবার দিকেই নজর দিতে হয়। অনেক আদরে বড় হয়ে থাকেন একমাত্র সন্তানেরা। এবং অতিরিক্ত আদরে মানুষ হওয়া একমাত্র সন্তানেরা জীবনসঙ্গীর কাছ থেকেও তা আশা করে থাকেন।

২. একমাত্র সন্তান হওয়ার কারণে সকলের নজর তার দিকেই বেশি থাকে। এই বিষয়টির সঙ্গে তারা এতো বেশি অভ্যস্ত হয়ে পড়েন যে, তার প্রতি নজরের কমতিটা একমাত্র সন্তানেরা অনেক সময় সহ্য করতে পারেন না।

 

৩. একমাত্র সন্তানেরা নিজেদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অনেক কাঁচা থাকেন। শুধুমাত্র পিতা-মাতার সঙ্গে কথা বলে মনেরভাব প্রকাশ করে মানুষ হওয়া সন্তানেরা নিজেদের ভেতরের অনুভূতিটা প্রকাশ করতে পারেন না বেশিরভাগ সময়ই।

৪. ছোটবেলা থেকেই অনেক আদরে মানুষ হওয়া একমাত্র সন্তানের বেশিরভাগ আবদারই পূরণ করেন অভিভাবকেরা। যার ফলে ‘না’ শোনার অভ্যাসটি গড়ে উঠে না তাদের মধ্যে। বড় হলেও অনেকেই এই অভ্যাসটি ধরে রাখেন।

৫. ভালোবাসার সম্পর্ক দুজনের পারস্পারিক সমঝোতা, ছাড় দেয়ার মনভাবের উপরে টিকে থাকে। কিন্তু এই বিষয়ে একেবারেই আনারি থাকেন একমাত্র সন্তানেরা। কারণ তার ভাইবোন না থাকার কারণে কাউকে কোনো ব্যাপারে ছাড় দেয়া এবং দুজনের পারস্পরিক সমঝোতার বিষয়টি বুঝে উঠতেই পারেন না।

৬. একমাত্র সন্তানেরা পরিবারের বন্ধনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং নিজের পরিবারের প্রতি তার একেবারে অন্যধরণের ভালোবাসা কাজ করে ছোট থেকেই। কারণ শুধুমাত্র পিতা-মাতার কাছে মানুষ একমাত্র সন্তানের সঙ্গে তার পিতা-মাতার সম্পর্ক অনেক গভীর ও মজবুত থাকে।