বন্যা মোকাবিলায় মাঠে সরকার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৮ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার
ভারতে তিস্তা, ব্রহ্মপুত্র ও বরাক অববাহিকায় একটানা ভারী বৃষ্টি আর উজানের জলাধারগুলি খুলে দেয়ায় দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। বন্যার কবলে পড়েছে বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে সরকার। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকাও বিতরণ করা হচ্ছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বন্যার কবলে পড়েছে দেশের ২৪টি জেলা। জেলাগুলো হল- কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার।
এসব জেলায় বন্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার। বন্যা দুর্গতদের সহযোগিতায় প্রতিদিন বিভিন্ন এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছি। দূর্গত এলাকায় আমরা নিজেরাও ছুটে যাচ্ছি। সমস্যা মোকাবিলায় আমরা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বন্যা যতদিন থাকবে, ততদিন আমাদের ত্রাণ কার্যক্রম চলবে। এছাড়া বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন জেলার দূর্গত মানুষদের মাঝে ২৪ হাজার মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়া ঘর নির্মাণে দেয়া হচ্ছে ডেউটিন।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) মো: আকরাম হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, দুর্গত এলাকার জন্য ২৪ হাজার মেট্রিক টন চাল এরই মধ্যে পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে এখন পর্যন্ত মোট ৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, দলীয় নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। সেলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে আমরা পদক্ষেপ নিতে শুরু করেছি।
তিনি আরো বলেন, সরকার আন্তরিকভাবে বন্যা মোকাবেলায় কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগে বিমানবন্দরে বলে গেছেন, পানিসম্পদ, নৌ-পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীসহ যারা দায়িত্বে আছেন, তাদের নিয়ে টিম করে কাজ করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করছি।