বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যা দুর্গতরা যেন এক বেলাও না খেয়ে থাকেন: খাদ্যমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার

বন্যা দুর্গত এলাকার মানুষকে যাতে এক বেলাও না খেয়ে থাকতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

এ সময় মন্ত্রী আরো বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবিলায় ত্রাণ সহায়তার কোনো অভাব নেই।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

তিনি বলেন, বন্যা দুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে। ত্রাণ সামগ্রীগুলো সুষ্ঠুভাবে বিতরণের জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী। 

এছাড়াও বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকারিভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান। 

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।