বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোরবানির পরদিনই পরিচ্ছন্ন শহর: রাসিক মেয়র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই এবং দ্রুত সময়ে বর্জ্য সরানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন রাতেই সব বর্জ্য সরানো হবে। যাতে পরদিন পরিচ্ছন্ন শহর পায় নগরবাসী।

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে বিশেষ সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পশু জবাইয়ে স্থান নির্ধারণ করা হয়েছে। এবারো সেভাবেই কোরবানি হবে। ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ হয়েছে। এরই অংশ হিসেবে নগরীতে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

সভায় আরো বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

এ সময় প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং  সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. তাহেরা খাতুনসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।