বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১   ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নগ্ন শরীরে হাজির হলেন অমলা, থানায় মামলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৮ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অমলা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রিয়া রাজেশ্বরী নামে এক রাজনীতিবিদ এ অভিযোগ দায়ের করেছেন।

অমলা অভিনীত তামিল ভাষার ‘আদাই’ সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচার করছেন নায়িকা। কিন্তু রাজনীতিবিদ প্রিয়া রাজেশ্বরীর অভিযোগ-সিনেমাটির প্রচারে রাজ্যে ভুল সংস্কৃতির প্রচার করছেন অমলা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রিয়া আরো জানিয়েছেন, সিনেমাটির টিজারে নগ্ন শরীরে হাজির হয়েছেন অমলা। সিনেমাটিতে এ অভিনেত্রীর নগ্ন দৃশ্য তরুণদের প্রভাবিত করতে পারে এবং এতে করে ধর্ষণের সংস্কৃতি প্রচার হচ্ছে। নগ্নতা ছড়ানোর দায়ে পুলিশ অমলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। সিনেমাটির প্রচারে নগ্ন দৃশ্য প্রদর্শন না করার জন্য এরই মধ্যে পুলিশ নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

 

এদিকে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ যুক্ত সার্টিফিকেট দিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রত্না কুমার। প্রযোজনা করেছেন বিজি সুব্রমনিয়ান।