দিল্লির ৩ বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৮ এএম, ২১ জুলাই ২০১৯ রোববার
ভারতের রাজধানী নয়াদিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী ও প্রবীণ নারী রাজনীতিক শীলা দীক্ষিত মারা গেছেন। তিনি দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের দিল্লি প্রধান ছিলেন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রীর মৃত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
মৃত্যুকালে শীলা দীক্ষিতের বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বর্তমানে দিল্লি কংগ্রেসের সভাপতি ছিলেন এই নেত্রী। দিল্লির সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। ১৯৯৮, ২০০৩ এবং ২০০৮ সাল পরপর তিন বার নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হন শীলা দীক্ষিত।
শীলা দীক্ষিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
কংগ্রেসের এক টুইট বার্তায় তাদের নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয, শীলা দীক্ষিতের মৃত্যুর খবরে আমরা শোকাহত। তিনি আজীবন দলের নেত্রী ছিলেন। তার স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা।