বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইথিওপিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৭

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

ইথিওপিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির অন্দোলনরত সিদামা নৃগোষ্ঠীর লোকজনের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় এক জেলা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী আদ্দিস আবাবা থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হাওয়াসা নগরীর নিকটবর্তী একটি ছোট শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

 

এর আগে শুক্রবার ওই অঞ্চলের হাসপাতাল কর্তৃপক্ষগুলো গুলিবিদ্ধ হয়ে চার প্রতিবাদকারী নিহত হয়েছে বলে জানিয়েছিল। 

মালগা জেলার ওই শহরটির প্রধান শুবালে বুটা টেলিফোনে রয়টার্সকে বলেন, সহিংসতা নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার সৈন্যরা শহরে টহল দিচ্ছিলো। একপর্যায়ে তারা রাস্তার পাশে লোকজনকে জড়ো হতে দেখে মনে করে, তারা সেখানে সমস্যা সৃষ্টি করতে পারে। এভাবেই হত্যাকাণ্ডের সূত্রপাত।

শুক্রবার রাতে মালগার এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, গুলিবর্ষণের পর তিনি ১৪টি মরদেহ দেখেছেন।

ইথিওপিয়ায় নৃগোষ্ঠীরভিত্তিক নয়টি আঞ্চলিক রাজ্য রয়েছে। ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকলেও রাজ্যগুলো রাজস্ব ও নিরাপত্তা বাহিনীর বিষয়ে স্বায়ত্তশাসন ভোগ করে থাকে।