বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০ মিনিটে সন্তান জন্ম দিয়ে পরীক্ষার হলে ফিরলেন তরুণী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১২ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

পরীক্ষা দিতে এসেছিলেন ১৮ বছর বয়সী এক গর্ভবতী তরুণী ফাতৌমাটা। পরীক্ষার হলেই শুরু হয় তার প্রসব যন্ত্রণা। দ্রুত চলে যান হাসপাতালে। পশ্চিম আফ্রিকার দেশ গিনির হাসপাতালে ১০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দিয়ে মাত্র আধ ঘণ্টার মধ্যেই আবার হলে ফিরে আসেন ওই নারী।

এএফপি জানিয়েছে, গিনির পশ্চিমাঞ্চলের ছোট্ট শহর মামৌর ওই তরুণী পদার্থ বিজ্ঞানের পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর শুরু হয় যন্ত্রণা। হল থেকে হাসপাতালে গিয়ে ১০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দিয়ে আবার তিনি হলে ফিরে আসেন।

পরীক্ষক থেকে শুরু করে চিকিৎসকেরা পর্যন্ত এই ঘটনায় চমকে গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে ঘটনাটি আলোড়ন তুলেছে। ধীরে ধীরে তরুণীর গল্প ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।

ফাতৌমাটা এএফপিকে জানান, স্বামীসহ পরিবারের কাউকে তিনি নিজের স্বাস্থ্য নিয়ে কিছু বলেননি। বললে তাকে পরীক্ষা দিতে দেয়া হতো না।

‘এক বছর ধরে পড়াশোনা করছি। আমি চাইনি পরীক্ষাটা বাদ দিতে। তাই অল্প অল্প ব্যথা নিয়েও হলে চলে যাই,’ বলছিলেন ফাতৌমাটা।

ফাতৌমাটার এক আত্মীয় বলেন, ‘গোটা শহরের মানুষ ওকে অভিনন্দন জানাচ্ছে। আমরা অভিভূত। প্রার্থনা করছি ওর রেজাল্ট যেন ভালো হয়।

ওই আত্মীয় জানান, নবজাতকের নাম রাখা হয়েছে ‘এসপোইর’ বাংলায় যার অর্থ আশা।