বজ্রপাতে বাঁচতে গাছের নিচে, প্রাণ গেল ৮ শিশুর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার
হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়, সেই সঙ্গে বজ্রপাত। তাই বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি। শরীর বাঁচাতে একটি বড় গাছের নীচে দাঁড়িয়ে পড়ে তারা। অবশেষে সেই গাছই শিশুদের মরণফাঁদ হয়ে উঠল।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে জানা যায়, শুক্রবার দুপুরে বিহারের নওয়াদায় ধনাপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। এতে আরো ১০ শিশু আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদিন ধনাপুর গ্রামের কয়েকজন শিশু স্থানীয় একটি মাঠে খেলছিল। সে সময় হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়। মাথা বাঁচতে সবাই দৌড়ে গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর ওই গাছের ওপর একটি বাজ পড়ে। এতেই ৮ শিশুর মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরো ১০ জন।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহত প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার খরচও রাজ্য সরকার বহন করবে।