দ্রুত চুলের সমস্যা সমাধানে নিম পাতা....
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার
বাইরের ধূলাবালি আর গরমে ঘেমে প্রতিনিয়ত চুলের ক্ষতি হয়ে থাকে। আর এর ফলে রুক্ষতা, খুশকিসহ বিভিন্ন কারণে কমে যায় চুলের বৃদ্ধি। বিভিন্ন উপায়ে এই সমস্যার সমাধানে বিফল হয় অনেকেই। তাই ঘরে তৈরি একটি তেলের সাহায্যে যত্ন নিন চুলের। নিম ও নারকেল তেলের মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। পাশাপাশি দূর হবে খুশকি ও বন্ধ হবে চুল পড়া। চলুন তবে জেনে নেয়া যাক এই তেল তৈরি ও ব্যবহারের নিয়ম-
প্রথমে একটি কাচের বাটিতে ১ কাপ নারকেলের তেল নিন। তারপর ৪ টেবিল চামচ নিম পাতার পেস্ট ঐ তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার তেলসহ বাটি একটি বড় সসপ্যানে গরম পানির মধ্যে রেখে চুলায় মৃদু আঁচে গরম করুন। মিশ্রণটি ঘনঘন নাড়তে থাকুন। দেখবেন ১৫ মিনিটের মধ্যে গাঢ় সবুজ রঙ ধারণ করবে তেল। এবার তেল নামিয়ে ঠাণ্ডা করে করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে একবার ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। তাছাড়া এই তেল সংরক্ষণ করতে পারেন বোতলে।
আরো জেনে নিন
> নিম পাতা বেটে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাবেন।
> নিম পাতা ফোটানো পানি দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিতে পারেন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।