রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

আগুন নেভানোর বিস্ময়কর উদ্ভাবন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

চারপাশেই এখন আগুন লাগার খবর পাওয়া যায়। সারা বিশ্বেই আগুন এক আতংকের নাম। এই ভয়ংকর আগুনে পুড়ে মারা যায় অনেক অনেক মানুষ, সঙ্গে ক্ষয়ক্ষতি তো আছেই। নিজেদেরই কিছু অসাবধানতার কারণে এই মারাত্মক বিপদে পড়তে হয় আমাদের। তাই আগুন থেকে রক্ষা পেতে সতর্ক হতে হবে আরো বেশি। তবে যদি আগুন লেগেই যায়, তখন তার মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে এমন এক রোবট যা আগুন নেভাতে সহায়ক।

তুরস্কের ওসমানগাজি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা আগুন নেভানোর কাজে পারঙ্গম রোবট তৈরি করেছেন। রোবটটিতে আগুন সংবেদনশীল পদ্ধতি দেয়া হয়েছে। ফলে এটি ভবনের যেখানে আগুন, সেটি খুঁজে বের করতে পারে। রোবটটি স্বয়ংক্রিয় এবং রিমোর্ট- দু’ভাবেই চালানো সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ বারসাগলিয়া বলেন, ‘রোবটটিতে মানুষের কিছু গুণাবলী দেয়া হয়েছে। ফলে এটি আগুন নেভানোর সময় মানুষের সঙ্গে সমানতালে কাজ করতে পারে। মাত্র তিন মাসের মধ্যে শিক্ষার্থীরা এই রোবট তৈরি করতে সক্ষম হয়েছে।’

ওই শিক্ষার্থী দলের মুখপাত্র গোহকান আয়াজ বলেন, ‘অগ্নি নির্বাপনে রোবটটি পুরো এলাকা চষে বেড়াতে পারে। যেখানে আগুন লেগেছে, সেখানে কোনো মানুষ থাকলে তাকেও সে খুঁজে বের করতে পারে। এর ফলে আগুনে আর্থিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো সম্ভব হবে।’