সাবধান! ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো জানেন তো?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার
ক্যান্সার একটি নিরব ঘাতকের নাম। সঠিক সময়ে এই রোগ নির্ণয় না করা হলে মৃত্যু অবধারিত। পরিসংখ্যান বলছে, ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দুঃখের বিষয় এই যে, এই রোগ পুরোপুরি নির্মূল করতে পারে এমন কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সেই কারণে এই ভয়ানক রোগটি সম্পর্কে আগে থেকে একটু সচেতন হয়ে যাওয়া প্রয়োজন। তবে এর জন্য অবশ্যই জানা প্রয়োজন ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কী? চলুন তবে জেনে নেয়া যাক এই রোগের লক্ষণগুলো-
১. এই রোগে অবসাদ ও দুর্বলতা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ইত্যাদি সমস্যা দেখা দেয়।
২. শরীরে ইনফেকশনের প্রবণতা বৃদ্ধি পায়। ফলে লাগাতার জ্বর থাকতে পারে।
৩. রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয় যেমন- নাক, দাঁতের মাড়ি, চোখ ও ত্বকে রক্তক্ষরণ এবং মাসিকের সময় বেশি রক্ত যাওয়া প্রভৃতি হতে পারে।
৪. শরীর বা হাড়ে ব্যথা অনুভূত হওয়া এবং জয়েন্টে ব্যথা করা।
৫. লিভার ও স্পিলিন বড় হয়ে যাওয়া।
৬. গলায়, বগলে বা অন্যত্র লিম্ফনোড বড় হওয়া।
এইসব লক্ষণগুলো দেখলে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।