তুরস্ক ও রাশিয়া সফরে গেলেন নৌপ্রধান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১২ এএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ছয়দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক ও রাশিয়া গেছেন। এ উপলক্ষে রোববার ঢাকা ত্যাগ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার কমডোর মোহাম্মদ মুসা নৌপ্রধানকে বিদায় জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তুরস্কে অবস্থানের সময় নৌপ্রধান তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজভাল ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াছের গুলারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমির এর সঙ্গেও এক সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি দেশটির গোলচুক নেভাল বেইস, ইস্তাম্বল শীপইয়ার্ড ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনসহ তুরস্কের ফ্লিট কমান্ডার ভাইস অ্যাডমিরাল ইর্কুমেন্ট টাটলিওগলু এবং তুরস্কের নৌ শিক্ষা ও প্রশিক্ষণ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল কাদির ইলডিজের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন।
তুরস্ক সফর শেষে নৌপ্রধান রাশিয়া যাবেন। তিনি আগামী ২৮ জুলাই রাশিয়ার নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। রাশিয়া অবস্থানের সময় নৌপ্রধান দেশটির বিভিন্ন নৌ ঘাঁটি, জাহাজ ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। আগামী ৩১ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।