বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

ভারতের উত্তের প্রদেশে বজ্রপাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আহত হয়েছেন আরো ১৩ জন। রোববার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার বজ্রপাতের শিকার হয়েছেন কানপুর ও ফতেহপুরে সাত জন করে, ঝাঁসিতে পাঁচ জন, জালাউনে চার জন, হামিরপুরে তিন জন, গাজীপুরে দুই জন, আর জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে এক জন করে।

এর আগের তিন জনের মধ্যে দেওরিয়ায় বজ্রপাতে এক জন, কুশিনগর ও আমবেদকরনগরে সাপের কামড়ে এক জন করে মারা গেছেন।

 

গত কয়েক দিনে বজ্রপাতে মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুক্তভোগী প্রতি পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।