বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসঅ্যাপের মতো প্রযুক্তির সাহায্যে সন্তান ফিরে পেল পরিবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ফেসঅ্যাপ এখন তুমুল জনপ্রিয়। ২০১৭ সালে রাশিয়ার তৈরি ফেসঅ্যাপ ফিল্টারটি এখনো ফেসবুকে ভাইরাল। এর পক্ষে-বিপক্ষে অনেক সমালোচনাও উঠেছে। আর এই ফেসঅ্যাপের আদলে চীন তৈরি করেছে এআই প্রযুক্তি। 

এই প্রযুক্তির আশীর্বাদেই ১৮ বছর পর নিজের সন্তানকে খুঁজে পেয়েছেন এক চীনের এক পরিবার। শিশু বয়সে নিখোঁজ হওয়া ২১ বছরের সেই চীনা যুবকের নাম শাই ইউ ওয়েফেং।

তাকে ২০০১ সালে অপহরণ করা হয়। এরপর বহু চেষ্টা করেও তার সন্ধান পায়নি পরিবার। যদিও পুলিশ হাল ছাড়েনি। সম্প্রতি ওই যুবকের ছবিই মর্ফ করে পোস্ট করে পুলিশ। সেটি দেখেই হারানো ছেলেকে চিনতে পারেন পরিবারের লোকজন।

 

শাই ইউ ওয়েফেংকে খুঁজে পাওয়ার পর অভিভাবকের সঙ্গে তার ডিএনএ পরীক্ষা করা হয়। এতে ডিএনএ মিল পাওয়ায় ১৮ বছর পর পরিবারের হাতে তাকে তুলে দেয় পুলিশ।  

একটি শিশুকে ১৮ বছর পর কেমন দেখতে হতে পারে, পুলিশ তা দেখারই চেষ্টা করেছিল এআই প্রযুক্তি দিয়ে। তখনই শাইয়ের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, শাই প্রথমে বিশ্বাসই করতে চাননি যে ছোটবেলায় তাকে অপহরণ করা হয়েছিল। আর তাকে ফিরে পাওয়ার বিষয়টি পরিবারের কাছে মিরাকলের মতো।