হাসতে হাসতে লুটিয়ে পড়লেন কমেডিয়ান, অতঃপর...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
হলরুম ভর্তি হাজার হাজার দর্শক। তাদের সামনে কৌতুক অভিনেতার একের পর এক কৌতুক। কখনো তিনি হেসে কুটিকুটি আবার কখনো চোখের কোনে পানি।
তবে মুহূর্তেই সে হাসির কান্না সত্যিকারের কান্নায় রূপ নেয়। হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজেই লুটিয়ে পড়েন কমেডিয়ান। আর সেখানেই তার মৃত্যু হয়।
শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। হতভাগ্য ওই কৌতুক অভিনেতার নাম মঞ্জুনাথ নাইডু (৩৬)।
দেশটির গণমাধ্যম খালিজ টাইমসের মতে, কৌতুক অভিনেতা হিসেবে মঞ্জুনাথ নাইডু বেশ জনপ্রিয় ছিলেন। ভারতীয় বংশোদ্ভুত এই কমেডিয়ানের জন্ম আরব আমিরাতে। শক্রবার দুই ঘণ্টাব্যাপী চলা দুবাইয়ের ওই স্টেজ শো-তে তিনি একের পর এক কৌতুক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করছিলেন। এমন মুহূর্তে স্টেজেই মারা যান নাইডু।
গণমাধ্যমটি আরো জানায়, অভিনয় করার সময় হঠাৎ করেই অসস্তি হয় তার। দর্শকদের তার সমস্যার কথা বলতে বলতে একটি বেঞ্চে বসেও পড়ে যান তিনি। পরে স্টেজের ওপর লুটিয়ে পড়ে মারা যান।
খালিজ টাইমস আরো জানায়, প্রথমে দর্শকরা তার লুটিয়ে পড়াকে অভিনয়ের অংশ মনে করে হাসতে শুরু করেছিলেন। পরে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্য কোর্টইয়ার্ড প্লেহাউজ নামের কমেডিয়ান শোতে নিয়মিত পারফর্ম করতেন মঞ্জুনাথ নাইডু। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাইতে তার শেষকৃত্য করা হবে।