বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সন্তানকে বাঁচাতে মা হাতির লড়াই (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

চা বাগানের সামনে থাকা একটি জলাধারে পড়ে যায় একটি হাতির বাচ্চা। অনেক কষ্ট করে, ঝুঁকি নিয়ে সেই হাতির বাচ্চাকে উদ্ধার করে নজির সৃষ্টি করলেন এলাকাবাসী।

  ভারতের আলিপুরদুয়ারের তুলসিপাড়ায় এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে হঠাত্ই হাতিদের ডাকাডাকি শুনতে পান স্থানীয় বাসিন্দারা। কিন্তু রাতে ভয়ে আর কেউ ঘরের বাইরে পা রাখেননি। শনিবার সকালেও সেই ডাক না থামতেই সন্দেহ হয় এলাকাবাসীর।  খুঁজতে খুঁজতে চা বাগানের জলাধারের সামনে এসে উপস্থিত হন তারা। দেখেন, একটি হাতির বাচ্চা ওই জলাধারের পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। আর জলাধারের পাশেই অসহায়ের মতো দাঁড়িয়ে মা হাতি।

এলাকাবাসী ওই  হাতির বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করলে তেড়ে আসে মা হাতিটি।  ওই এলাকায় থাকা একটি পে-লোডারের সাহায্যে জলাধার থেকে তোলা হয় হাতির বাচ্চাকে। দেয়াল ভেঙে টানা তিন ঘণ্টার চেষ্টায় হাতির বাচ্চাটিকে উদ্ধার করতে সমর্থ হন স্থানীয়রা।

সন্তানকে ফিরে পেয়ে ফের জঙ্গলের পথ ধরে মা হাতিটি।   

রুদ্ধশ্বাস সেই ভিডিওটি দেখতে ক্লিক করুন