ডারউইনের বিবর্তনের তত্ত্ব উড়িয়ে দিলেন রাজনৈতিক নেতা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ডারউইনের তত্ত্ব নিয়ে প্রশ্ন তুললেন ভারতের বিজেপি এমপি সত্যপাল সিং। তার দাবি মানুষ ঋষিদের সন্তান। বিজ্ঞানী ডারউইনের তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। বানর থেকে বিবর্তনের তত্ত্ব তিনি উড়িয়ে দিয়েছেন।
লোকসভায় মানবাধিকার সুরক্ষা (সংশোধন) বিল ২০১৯ নিয়ে আলোচনা করতে গিয়ে সত্যপাল সিং বলেন, ভারতীয় সংস্কৃতি সবসময়ই মূল্যবান।
তিনি বলেন, আমরা ঋষিদের সন্তান। এদিকে সত্যপাল সিং একথা বলার পরেই বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ ভেসে আসে।
এর আগে উত্তর প্রদেশের বাগপতের এই এমপি ডারউইনের তত্ত্বকে বাতিল করে দিয়েছিলেন। দাবি করেছিলেন এটি বিজ্ঞানসম্মতভাবে ভুল। এর আগে তিনি বলেছিলেন, তিনি নিজেকে বানরের বংশধর বলে মনে করেন না। এ প্রসঙ্গে তিনি স্কুল ও কলেজে পড়ানো ডারউইনের তত্ত্ব সংশোধনে জোর দিয়েছিলেন।
এদিকে বিজেপি এমপির মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে ডিএমকে এমপি কানিমোঝি বলেন, দুর্ভাগ্যজনকভাবে তার পূর্বপুরুষররা ঋষি নন। পূর্বপুরুষরা হোমো স্যাপিয়েন্স বলেও মন্তব্য করেছেন কানিমোঝি।
তিনি আরো বলেন, সামাজিক আন্দোলনের ফলেই তার মতোই অনেকেই আজ সংসদে রয়েছেন। বিজেপি সাংসদের মন্তব্যের প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তিনি বলেন, এই মন্তব্যের অর্থ সংবিধানের অবমাননা করা