বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে কাঙ্খিত অনুমতি পেল নির্বাসিত তসলিমা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

অবশেষে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে এক বছরের ভারতীয় ভিসা দেয়া হয়েছে। রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ওই কাঙ্খিত এক বছরের ভিসার আবেদন মঞ্জুর করেন। খবর এনডিটিভির।

এর আগে গত মাসে দেশটিতে থাকার জন্য তাকে তিন মাসের অনুমতি দেয়া হয়েছিল। পরে টুইটারে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথকে বাড়িয়ে এক বছর করার অনুরোধ জানিয়েছিলেন। অবশেষে সেই অনুরোধ রাখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশি বংশোদ্ভূত এই সুইডেনের নাগরিক ২০০৪ সাল থেকেই তার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে ভারতে অবস্থান করছেন। 

এদিকে মেয়াদ বাড়ানোর পর ৫৬ বছর বয়সী এই লেখিকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইটারে ধন্যবাদ জানিয়ে লিখেন, সম্মানিত অমিত শাহজি, আমার ভিসার মেয়াদ বাড়ানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাঁচ বছরের ভিসা চেয়ে পেয়েছিলাম মাত্র তিন মাসের। আপনার জন্য তা পরে মেয়াদ বাড়িয়ে এক বছরের করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে ইসলামবিরোধী লেখার জন্য ১৯৯৪ সালে ইসলামী দলগুলোর হত্যার হুমকিতে দেশ ছাড়েন তসলিমা নাসরিন। পরে বিতর্কিত এ লেখিকা আর বাংলাদেশে ফিরেননি।