ব্রিটিশ তেল ট্যাংকারে যেভাবে দুঃসাহসিক অভিযান চালায় ইরান (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
জিব্রাল্টার প্রণালীতে নিজেদের তেলবাহী ট্যাংকার আটকের প্রতিশোধ নিতেই মিথ্যা অভিযোগ এনে ইরান ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটক করেছে বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তবে তেহরান বলছে, আন্তর্জাতিক সমুদ্র আইন অক্ষুন্ন রাখতেই জাহাজটি আটক করা হয়েছে।
শনিবার ব্রিটিশ ট্যাংকার আটকের এক ভিডিও প্রকাশ করে দেশটি। সে ভিডিও এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে ব্রিটেন বলছে, তেহরানকে হয় ওই নৌযান ফেরত দিতে হবে, নতুবা ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর বলছে, ইরান দুটি তেল ট্যাংকার জব্দ করেছে। তার মধ্যে একটি ব্রিটেনের নিবন্ধিত, অন্যটি লাইবেরিয়ার। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলছে, তারা ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইমপেরো নামের একটি জাহাজ জব্দ করেছে।
প্রমাণস্বরুপ তারা ব্রিটিশ ওই তেলের ট্যাংকার আটক করার দুঃসাহসিক অভিযানের ভিডিও প্রকাশ করেছে। এরই মধ্যে দ্য গার্ডিয়ানের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
আইআরজিসির দুঃসাহসিক সেই অভিযানের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন