বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বামীর ম্যাসেজ কপি করায় স্ত্রীকে জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

স্বামীর অনুমতি ছাড়াই তার মুঠোফোন থেকে ম্যাসেজ কপি করে অন্য কারো কাছে পাঠানোর অভিযোগে এক নারীকে জরিমানা করেছে একটি আদালত। 

সংযুক্ত আরব আমিরাতে এ ঘটনা ঘটেছে। দেশটির রাস আল খাইমাহ আদালতে প্রমাণিত হয়েছে, ওই নারী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। খবর খালিজ টাইমের।

এক প্রতিবেদনে খালিজ টাইম জানায়, অভিযুক্ত ওই নারীকে ৩ হাজার আমিরাতি দিরহাম জরিমানা করেছেন। এছাড়া আদালতের আদেশে ওই নারীকে আইনজীবী ফি বাবদ আরো ১০০ দিরহাম দিতে হবে।

 

এদিকে আদালতের ভাষ্য, স্বামী আদালতের কাছে তার ব্যক্তিগত মুঠোফোন থেকে স্ত্রী ম্যাসেজ কপি করে অন্য কারো কাছে চালান করেছে বলে অভিযোগ করেন। বিষয়টিকে তিনি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

আদালত ওই মামলার একটি কপি পাবিলক প্রসিকিউটরের কাছে প্রেরণ করে বলেন, স্বামীর করা আবেদনের প্রেক্ষিতে যেন তারা ওই স্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত করে। এছাড়া যাকে ওই স্ত্রী ম্যাসেজগুলো দিয়েছেন সেগুলোও পরীক্ষা করার নির্দেশ দেন।