বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চেক জালিয়াতি মামলায় অভিনেত্রীর কারাদণ্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

চেক জালিয়াতি মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছে বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রর। মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই রায় দেয়। এছাড়া ১.৬৪ লাখ রুপি সুদসহ ৪.৬৪ লাখ রুপি এ মামলার বাদি মডেল পুনম সেথিকে দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। 

তবে তার বিরুদ্ধে অভিযোগ সাজানো বলে দাবি কোয়েনা মিত্রের। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, এ মামলা সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে ফাঁসানো হয়েছে। শেষ শুনানিতে আমার আইনজীবী উপস্থিত হতে পারেনি এবং এ জন্য আমার কোনো বক্তব্য শোনা হয়নি। আর আমার বক্তব্য না শুনেই আদালত রায় দিয়েছেন। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবো। আমার আইনজীবী ইতোমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে।

২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ এনে অর্থ ফেরত চেয়ে মামলা দায়ের করেছিলেন পুনম সেথি। এ মামলার অভিযোগ বলা হয়েছে, পুনম সেথির কাছ থেকে ২২ লাখ টাকা ধার নিয়েছিলেন কোয়েনা মিত্র। কিন্তু এই অর্থ ফেরত দেয়ার সময় ৩ লাখ রুপির একটি চেক বাউন্স হয়। ২০১৩ সালের ১৯ জুলাই এ বিষয়ে কোয়েনাকে একটি আইনি নোটিশ পাঠান পুনম। কিন্তু তার অর্থ ফেরত পাননি। এরপর একই বছর ১০ অক্টোবর এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেন।

 

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত রোড সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন কোয়েনা মিত্র। এরপর হেয় বেবি, আপনা স্বাপ্না মানি মানি এবং মুসাফিরসহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন কোয়েন মিত্র।