বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণপিটুনি আক্রান্তদের পাশে নাসিরুদ্দিন শাহ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

গণপিটুনিতে হত্যা নিয়ে ফের সরব হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। তবে তিনি বাংলাদেশে গণপিটুনি আক্রান্তদের পাশে নয়। এ অভিনেতা দাড়িয়েছেন ভারতের গণপিটুনি আক্রান্তদের পাশে।

মুম্বাইতে ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নাসিরুদ্দিন। ভারত জুড়ে ঘটে চলা বিদ্বেষমূলক ঘটনা নিয়ে বলার সময় গণপিটুনিতে হত্যার ভয়াবহতার বিষয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন, মৃতদের পরিবারের পাশে থাকতে পেরে আমি গর্বিত। তাদের সাহসকে কুর্নিশ জানাই। জীবনে অনেক কিছু সহ্য করেছেন তারা। তার দুই শতাংশও আমাদের সহ্য করতে হয়নি।

এর আগে উত্তরপ্রদেশে গণ সংঘর্ষ নিয়ে মুখ খোলায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাসিরুদ্দিনকে। তিনি মন্তব্য করেছিলেন, একজন পুলিসের মৃত্যু হলে ততটা গুরুত্ব দেয়া হয়না যতটা একটি গরুর মৃত্যু হলে দেয়া হয়। তার এই মন্তব্য ঘিরে উঠেছিল নিন্দার ঝড়। 

 

১৯৯৮ সালে 'সরফরোশ' ছবিতে তার চরিত্রকে নিয়েও অনেকে কটাক্ষ করেছিলেন। ওই ছবিতে একজন পাকিস্তানি গায়কের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন। বিতর্কের জেরে তাকে পাকিস্তানে চলে যাওয়ার উপদেশও দিয়েছিলেন অনেকে। তাকে 'বিশ্বাসঘাতক' বলে কটাক্ষ করতেও ছাড়েননি। সেই নিয়েও ক্ষোভ উগড়ে দেন নাসির। তবে তার মতে গণপিটুনিতে হত্যার ভুক্তভোগীদের কষ্টের কাছে এটা কিছুই নয়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এর আগে নিজের ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিনেতা। তার বক্তব্য ছিল, সন্তানদের কখনো বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে বলেননি। তাই কেউ যদি তাদের ধর্ম জিজ্ঞাসা করে তবে কোনো উত্তর থাকবে না তাদের কাছে।