যেভাবে চাঁদে পৌছাবে চন্দ্রায়ন-২
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে গেছে ভারতীয় স্যাটেলাইট চন্দ্রায়ন-২। স্যাটেলাইটটিকে বহন করছে জিএসএলভি-মার্ক-৩ রকেট। সোমবার ভারতের স্থানীয় সময় ২টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটা থেকে এটিকে উৎক্ষেপন করা হয়।
রকেটটি জিটিও কক্ষপথে পৌঁছালে চন্দ্রায়ন-২’কে উপবৃত্তাকার কক্ষপথে পাঠিয়ে দেয়া হবে। যে কক্ষপথে এটিকে পাঠানো হবে সেটি প্রায় ২০ হাজার কিলোমিটার দীর্ঘ।
চন্দ্রায়নের মোট তিনটি ভাগ রয়েছে। ভাগ তিনটি হল অরবিটার, ল্যান্ডার ও রোভার। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটার। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। আর চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার।
আগামী আগস্টের মধ্যেই এর অরবিটারটি চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। এরপর চাঁদের কক্ষপথে ১০০ কিলোমিটার উপরে চন্দ্রায়ন থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার। এর ভেতরে থাকবে রোভার। এ দু’টি অংশ অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে।
চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর রোভার থেকে বেরিয়ে আসবে ল্যান্ডারটি এবং ঘোরাঘুরি শুরু করবে।
রোভারটি চাঁদের একটি দিন বা পৃথিবীর ১৪ দিন ধরে সচল থাকবে। এটি প্রতিবারে ১৫০-২০০ মিটার করে এগোতে পারবে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিকের বিশ্লেষণও করবে এটি। ১৫ মিনিট অন্তর অরবিটারের মাধ্যমে ছবি ও তথ্যাদি পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠাবে রোভার।