বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিয়ায় বিমান হামলায় ৭ শিশুসহ নিহত ১৮

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশুও রয়েছে। 

রোববার বিদ্রোহী নিয়ন্ত্রীত ইদলিবে এ বিমান হামলার ঘটনা বলে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। - খবর রয়টার্স

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল হলো বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্প্রতি এ ঘোষণায় বলেছেন, বিদ্রোহীদের দখল থেকে পুরো দেশকে তিনি উদ্ধার করবেন। তবে দীর্ঘ দু’মাস ধরে সেনা অভিযান চালিয়েও তিনি ওই অঞ্চলটিতে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি। 

 

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইদলিবের পশ্চিমে অবস্থিত উরুম আল-জওয গ্রামে বিমান হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনই শিশু। আর দক্ষিণে অবস্থিত কারৌমা গ্রামে বিমান হামলায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে, যাদের দু’টি শিশু রয়েছে। 

বাশার আল-আসাদের হয়ে রুশ বিমান বাহিনী এ হামলাগুলো চালাচ্ছে বলে সংস্থাটি অভিযোগ করেছে।