বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হংকংয়ে স্টেশনে হামলা, আহত ৪৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

হংকংয়ের একটি রেল স্টেশনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে দেশটির ইউয়েন লং এলাকার ট্রেন স্টেশনে লাঠিসোঁটা নিয়ে একদল মুখোশ পরা লোক স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনের ভিতরে থাকা লোকজনের ওপর হামলা চালায়। 

এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার ঘটনার ফুটেজে দেখা গেছে যে, হামলাকারীরা সবাই সাদা টি শার্ট পরনে ছিল।

 

রোববার হংকংয়ের কেন্দ্রস্থলে গণতন্ত্রপন্থিদের সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পর হামলার এ ঘটনা ঘটে। সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সেখানে যোগ দেয়া লোকজন ও অন্যান্য যাত্রীদের ওপর এ হামলাটি হয়। হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, কিছু লোক এমটিআর স্টেশনে জড়ো হয়ে প্লাটফর্মে ও ট্রেনের কামরায় যাত্রীদের ওপর হামলা চালিয়েছে। আইনের শাসনের অধীনে থাকা হংকংয়ে এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। বিশেষ আঞ্চলিক প্রশাসন সরকার যে কোনো সহিংতার তীব্র নিন্দা করে এবং এ ঘটনায় জোরালো আইনি পদক্ষেপ নিবে।

হংকং পুলিশ জানিয়েছে, ইউয়েন লং এমটিআর স্টেশনে ও ট্রেনের কামরাগুলোতে যাত্রীদের ওপর কিছু লোক হামলা করেছে, এতে বহু লোক আহত হয়েছে।

 

এর আগে হংকংয়ের কেন্দ্রস্থলে গণতন্ত্রপন্থিদের সমাবেশকে কেন্দ্র করে শাং ওয়ান এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর কয়েক ঘণ্টা পর ইউয়েন লংয়ের এমটিআর স্টেশনে হামলা হয়।

কিন্তু গণতন্ত্রপন্থিরা হংকংয়ের যে এলাকায় সমাবেশ করেছে তা নগরীটির কেন্দ্রস্থল হলেও ইউয়েন লং অনেক দূরের এলাকা।

ইউয়েন লংয়ের হামলায় হংকংয়ের বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্য লাম চাক-টিংও আহত হয়েছেন। তার দল ডেমোক্রেটিক পার্টি হামলার ঘটনার তদন্ত করে দেখছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।