বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোমালিয়ায় বোমা হামলা ১৭ জন নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি হোটেলে বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে। খবর -রয়টার্স।

সোমবার এ হামলার ঘটনা ঘটে। মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামী সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে গোষ্ঠীটি জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার দুর্বল সরকারকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র হামলা চালিয় আসছে।

 

হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী এক দোকানদার জানান, প্রথমে বিস্ফোরণটি সড়কের মূল তল্লাশি চৌকিতে হয়। পরে সেটি মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে অগ্রসর হয়।

 সোমালিয়ায় বিদ্রোহীরা ১৯৯১ সালে সরকারকে উৎখাত করলে গৃহযুদ্ধ শুরু হয়। যা এখনও চলছে। দেশটিতে নামমাত্র সরকার বিরাজ করছে। তেমন নিয়ন্ত্রণ  ও ক্ষমতাও নেই এ সরকারের।