গরমে উলঙ্গ হয়ে বাইক চালিয়ে বিপাকে পড়লেন চালক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য মানুষ কত প্রক্রিয়া অবলম্বন করে। ছাতা ব্যবহার করা, গাছের ছায়ায় বিশ্রাম নেয়া, ঝরনার পানিতে গোসল করা, ড্রিংকস পানসহ আরো নানাভাবে গরম থেকে বাঁচার চেষ্টা করেন।
কিন্তু অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য উলঙ্গ হয়ে বাইক চালানো! এ ধরণের ঘটনার কথা শোনা যায় না।
গত বুধবার জার্মানির উত্তর-পূর্বাঞ্চলে উলঙ্গ হয়ে বাইক চালানোর ঘটনায় এক বাইক চালককে পুলিশ সতর্ক করেছে। পুলিশের অভিযোগ, চালক শুধুমাত্র হেলমেট ও স্যান্ডাল পরে বাইক চালায়।
উলঙ্গ অবস্থায় বাইক চালানোর কারণ জিজ্ঞাসা করলে চালক পুলিশকে জানায়, অতিরিক্ত গরমের কারণে তিনি ‘উলঙ্গ‘ হয়ে বাইক চালিয়েছেন।
জার্মানিতে উলঙ্গ হয়ে বাইক চালানো নিষিদ্ধ না। কিন্তু পুলিশ জানায়, এ ধরণের ঘটনায় রাস্তায় অন্যান্য পথচারীরা বিব্রত হতে পারে। সেসব পথচারীরা পুলিশের কাছে অভিযোগ করতে পারে। এ কারণে তারা প্যান্ট পরে বাইক চালাতে চালককে অনুরোধ করে।
জার্মানিসহ আশেপাশের অঞ্চলগুলোতে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। জার্মানির আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছরের গরম ১৯৪৭ সালের গরমের রেকর্ড ভঙ্গ করেছে। জার্মানির সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে ৩৮.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।