বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০টি নীল তিমিকে বাঁচালো পর্যটকরা (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা গেছে, সমুদ্র সৈকত থেকে বেশ কয়েকটি নীল তিমিকে ঠেলে সমুদ্রের নোনা জলে ভাসিয়ে দিচ্ছেন পর্যটকরা।

ডেইলি মেইল জানিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জিয়ার সেন্ট সিমন্স দ্বীপের পূর্ব সৈকতে।

ঘটনাস্থলে সে সময় উপস্থিত এক নারী পর্যটক গণমাধ্যমকে জানায়, একটি বা দুটি নয় সমুদ্রের স্রোতে ২০টি তিমি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায়। তার আর ফিরতে পারছিল না। পানির জন্য হাহাকার করছিল। আমরা দূর থেকে মনে করছিলাম ওগুলো ডলফিন। দৌড়ে কাছে গিয়ে চমকে যাই অনেকে। দেখি এক ঝাঁক তিমি। এরপর উপস্থিত পর্যটকরা ২০টি তিমিকে ঠেলতে ঠেলতে পানিতে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে তিনটি তিমি মারা যায়।

 

তিনি বলেন, তিমিগুলো এতটাই ভারী ছিল যে, সহজে তাদের নড়ানো যাচ্ছিল না। তবুও অনেক কষ্টে তিমিগুলোকে পানির দিকে নিয়ে যান পর্যটকরা।

এ ঘটনার খবর পেয়ে ওই এলাকার একাধিক বন্যপ্রাণী ও সামুদ্রিকপ্রাণী সংরক্ষণ বিভাগের দল সেখানে ছুটে যান।

সেখানকার এক কর্মকর্তা জানান, প্রায় ২০টি তিমিকে পানিতে ফেরত পাঠানো হয়েছে। তবে তিনটি তিমিকে পানিতে পাঠানোর আগেই মারা যায়।

পর্যটকদের এমন কাজের প্রশংসা করছে নেটিজেনরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন