মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫   ফাল্গুন ২৬ ১৪৩১   ১১ রমজান ১৪৪৬

১৩ ঘন্টায় প্রেমিকের কাছে ৯০ বার ফোন প্রেমিকার, এরপর...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

১৩ ঘন্টায় সাবেক প্রেমিককে ৯০ বার ফোন করলেন প্রেমিকা। বিরক্ত হয়ে অবশেষে প্রেমিকার বিরুদ্ধে তার সাবেক প্রেমিক স্থানীয় থানায় মানহানির মামলা করেন। পরে মামলার শুনানি শেষে প্রেমিকাকে ১ লাখ ৩০ হাজার টাকার জরিমানা করে অস্ট্রেলিয়ার স্থানীয় আদালত। 

জোদি তালবত, ২০ বছরের এই তরুণী অস্ট্রেলিয়ার একটি বিমান সংস্থার কর্মী। দুই বছর আগেই তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় প্রেমিকের। কিন্তু তারপরও অনবরত তিনি ফোন করতেন প্রেমিককে। মাঝেমধ্যেই হুমকি দিতেন। 

সম্প্রতি তার এক বন্ধু জানায়, তিনি জোদির সাবেক প্রেমিককে নতুন প্রেমিকাসহ একটি রেস্তোরাঁতে দেখেছেন। এরপরই ফোনে প্রেমিককে উত্যক্ত করেন তিনি। বারবার প্রশ্ন করেন কেন তার প্রেমিক এমনটা করলেন। কিন্তু মেলেনি কোনো সদুত্তর। 

 

জোদি অবশ্য পুলিশকে জানিয়েছেন, যা করেছেন তার জন্য দুঃখিত। কিন্তু তিনি নিজের জীবনে এগিয়ে যেতে চান এবং অন্তত একবার হলেও সাবেক প্রেমিকের সঙ্গে কথা বলতে চান।