বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-২

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

সব বাধা অতিক্রম করে দ্বিতীয়বারের মতো ফের চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ভারতের স্যাটেলাইট চন্দ্রযান-২।   ভারতের স্থানীয় সময় ২টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটা থেকে এটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো’র ‘বাহুবলী’ জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান-২। ভারতের ইতিহাসে এটি প্রথম চন্দ্রাভিযান।

নাসা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি নজর রাখছে। পাশাপাশি ইসরোর সব বিজ্ঞানী এবং মিশনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে সিবন।

 

সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উৎক্ষেপণের সময় তিনি নিজেও দূরদর্শনে লাইভ টেলিকাস্ট দেখেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিজ্ঞানী এবং এই মিশনের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এ ছাড়াও কেন্দ্রের মন্ত্রী থেকে নেতা, বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে নেট দুনিয়ায় বহু সাধারণ মানুষও ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মোটের উপর একটাই বক্তব্য উঠে এসেছে, ‘গর্বের মুহূর্ত’। 

আগের বার প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় কাউন্টডাউন থামিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে এ বার উৎক্ষেপণের আগে থেকেই ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন প্রস্তুতি পর্বে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। সব কিছু ঠিক পথে এগিয়েছে। শেষ পর্যন্ত সফল ভাবেই চাঁদের পথে উড়েছে চন্দ্রযান। 

 

ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত সফল ভাবেই সব কিছু চলছে, জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। উৎক্ষেপণের ১৬ মিনিট পর চালু হয়েছে ক্রায়োজেনিক ইঞ্জিন। পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথেও।