সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে বাবার রিট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১১ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
দুর্ঘটনায় ছেলে ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করেছেন বাবা মো. ইউনুস আলী শিকদার।
মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহতের বাবার পক্ষে অ্যাডভোকেট মো. ফাইজুল্লাহ রিট আবেদনটি দায়ের করেন।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনেটির শুনানি হবে।
গত ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় আহত হন গোলাম কিবরিয়া। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুর্ঘটনার পর নলিছিটি থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ ও এর চালক জলিল সিকদারকে আটক করা হয়। আটক জলিল সিকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুচ্ছামারি এলাকার বাসিন্দা।
চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। বরিশাল নগরের বন্দর থানায় ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।