গণপিটুনির সঙ্গে জড়িতদের বিচার হবে প্রচলিত আইনে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২১ এএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
গণপিটুনির সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, গণপিটুনি একটি অস্বাভাবিক ঘটনা। গত বছর এ সময় কোনো গণপিটুনির ঘটনা ঘটেনি, কিন্তু সাতদিনের মধ্যে ১১টা ঘটনা কেন, কীভাবে ঘটলো তা অবশ্যই তদন্ত করে দেখা হবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জাতিসংঘ নির্যাতন বিরোধী কনভেনশন (ইউএনসিএটি) বিষয়ে সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিয় সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একের পর এক গণপিটুনির ঘটনা সিরিজ হওয়ার বিষয়টি তদন্ত করা হবে। আমরা দেখেছি, সাম্প্রতিক সময়ে যখন আগুন লাগে এরপর থেকে প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগে, যখন ধর্ষণের ঘটনা ঘটে সিরিজভাবে তা ঘটতে থাকে। কারা কেন গণতন্ত্র প্রতিহত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে চায়, এসব ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। হঠাৎ গত ছয়মাসে কোনা ঘটনা নেই। একটা ঘটনা ঘটলো তারপরেই ছয়টা, দশটা ও পনেরটা ঘটনা ঘটে এটা অস্বাভাবিক। এসব কারণ খতিয়ে দেখা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক বক্তৃতা করেন। অনুষ্ঠানে সিভিল সোসাইটির সদস্যরা জাতিসংঘ নির্যাতন বিরোধী কনভেনশন এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করেন।