বিজিএমইএ ও বিকেএমইএ-কে ৯ কোটি টাকা সহায়তা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
শতভাগ রফতানিমুখী শিল্পের শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে বিজিএমইএ এবং বিকেএমইএকে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু বীমা দাবি বাবদ এবং আপদকালীন সহায়তা হিসেবে ৯ কোটি ১৪ লাখ টাকা দেয়া হয়েছে।
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম কেন্দ্রীয় তহবিলের এই চেক বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রতিনিধিদের হাতে তুলে দেন। বিজিএমইএ এর পক্ষে পরিচালক নজরুল ইসলাম এবং বিকেএমইএ এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান চেক গ্রহণ করেন।
কেন্দ্রীয় তহবিল থেকে বিজিএমইএ এবং বিকেএমইএ এর সদস্যভুক্ত ৪শ’ ৪৪ জন গ্রার্মেন্টস শ্রমিকের মৃত্যু বীমা বাবদ ৮ কোটি ৮৮ লাখ টাকা এবং সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া স্টার গার্মেন্টস লিমিটেড এর শ্রমিকদের বেতন ভাতা বাবদ আপদকালীন সহায়তা হিসেবে ২৬ লাখ টাকা দেয়া হয়।
৯ কোটি ১৪ লাখ টাকার মধ্যে বিজিএমইএ-কে দেয়া হয়েছে ৬ কোটি ১০ লাখ এবং বিকেএমইএ-কে দেয়া হয়েছে ৩ কোটি ৪ লাখ।
চেক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় শ্রম সচিব ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য বিজিএমইএ এবং বিকেএমইএ এর সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।