ডেঙ্গুর পরামর্শ পাওয়া যাবে ০১৯৩২-৬৬৫৫৪৪ নম্বরে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসাসেবায় কল সেন্টার চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কল সেন্টারটির নম্বর: ০১৯৩২-৬৬৫৫৪৪। বুধবার থেকে চালু হয়েছে এই কল সেন্টার সেবা।
রাজধানীর গুলশানের ডিএনসিসি নগর ভবনে স্থাপন করা হয়েছে কল সেন্টারটি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।
ডিএনসিসি’র পক্ষ থেকে বলা হয়, নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শ দেওয়ার লক্ষ্যে এ কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ দেবেন।