আকাশ থেকে বৃষ্টির মতো পড়ল মরা পাখি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২০ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
অদ্ভূদ ঘটনা। আকাশ থেকে পড়ার কথা বৃষ্টি কিন্তু না টপ টপ করে পড়ল একের পর এক মরা পাখি। এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে যান সবাই। মাটিতে পাখিগুলো আছড়ে পড়ার পরই বোঝা গেল সেগুলো সব মরা পাখি।
অস্ট্রেলিয়ার দক্ষিণাংশের অ্যাডিলেডের একটি খেলার মাঠে এই ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশের ভাষ্য, ওই খেলার মাঠে হুড়মুড় করে মৃত পাখিগুলো পড়তে দেখে চমকে যান এলাকাবাসী। পাখিগুলো সবই লম্বা ঠোঁটওলা এবং সাদা ও গোলাপি পালকে মেশানো করেলা পাখি।
অস্ট্রেলিয়ায় এই বিরল প্রজাতির ৬০টির বেশি পাখি মারা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকটি পাখি মরা অবস্থাতেই মাটিতে আছড়ে পড়েছিল। আবার কয়েকটি পাখি মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে কিছুক্ষণ, তারপরেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ এবং বন দফতরের কর্মীরা গিয়ে পাখিগুলোকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পশু চিকিৎসকরা মনে করছেন, পাখি মারতে যে ধরনের বিষ ব্যবহার করে করা হয় সে ধরনের বিষক্রিয়ায় পাখিগুলোর মৃত্যু হয়েছে।
অস্ট্রেলিয়ার শহর এবং গ্রাম সব জায়গাতেই সাধারণত এই করেলা পাখি পাওয়া যায়। বেশ শক্তিশালী এই পাখি বাড়ি, কাঠের জিনিসপত্র, বিদ্যুতের লাইন ঠোঁট দিয়ে আঁচড়ে নষ্ট করে দিতে পারে। তাছাড়া ফসলেরও ক্ষতি করে। ফলে পুলিশের ধারণা, ফসল বাঁচাতেই পাখিগুলোকে কেউ বিষ দিয়েছিল।