মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেপালে ভয়াবহ ভূমিধসে ১২ জন নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দু’জন। 

মঙ্গলবার গুলমি জেলার সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ভূমিধসের ঘটনাটি ঘটে। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। - খবর দ্য হিমালয়ান টাইমস

তারা জানায়, এখন পর্যন্ত মোট আটজনের মৃতদেহ উদ্ধার করা গেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন একই পরিবারের।

 

ভূমিধসের কারণে বেশ কয়েকটি ঘরবাড়ি মাটির নীচে চাপা পড়েছে। নিখোঁজ রয়েছে প্রায় দু’শ জন লোক। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ওই এলাকায় আবারও ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ২০টি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।